মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচোল উপজেলার ধানক্ষেতের ড্রেন থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকালে হাকরইল গ্রামের নিজের ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম।
নিহত কামরুল ইসলাম (৫০) নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।নাচোল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল আলম জানান,কামরুল ইসলাম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি তার জমির ধান কাটা-মাড়ার জন্য ওই এলাকায় গিয়াছিলেন।
ওসি মনিরুল বলেন,খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহত কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন,তিনি উচ্চ রক্ত চাপ জনিত সমস্যার রোগী ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে বলেন এই পুলিশ কর্মকর্তা।