নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটির সাক্ষাত

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান ক‌বি‌রের সাথে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটি । অদ্য ৮-১২-২৫ রোজ সোমবার বিকা‌লে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা ক‌মি‌টির আহ্বায়ক মোহাম্মদ নুর আলম আকন্দ ও সদস‌্য স‌চিব আনন্দ টিভির নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি সাংবা‌দিক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের নেতৃ‌ত্বে কম‌ি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান ক‌বির জানান, মু‌ক্তি‌যোদ্ধারা বাংলা‌দে‌শের জন‌্য জীবন বা‌জি রে‌খে‌ছে। আপনারা তা‌দের সন্তান, দে‌শের সার্বভৌমত্ব রক্ষায় আপনা‌দেরও অনেক দা‌য়িত্ব র‌য়ে‌ছে। দেশ ও সমাজ‌কে এগি‌য়ে নিতে আপনারা ভূ‌মিকা পালন কর‌বেন। আম‌াদের জেলা প্রশাসনের প‌ক্ষে মু‌ক্তি‌যোদ্ধা সন্তান‌দের জন‌্য দরজা খোলা থাক‌বে। যে‌কোন ভা‌লো কা‌জে আমরা পা‌শে থাকার চেষ্টা কর‌বো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক, আবু হাসান মাসুদ রানা, মোসাম্মৎ আইমুন সুলতানা, সম্মানিত সদস্য মোঃ আরিফ, মোসাম্মৎ তানিয়া আক্তার সম্মানিত, মিঠু বসু, মোঃ আরমান, মোসাম্মৎ ফারজানা, মোঃ শামীম আহমেদ, মোঃ মাহাবুবুর রহমান মুহিত প্রমুখ।

প্রসঙ্গত, বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমতিপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সৌজন‌্য সাক্ষাত সম্পন্ন করা হয়। এরআগে ২৯ ন‌ভেম্বর বিকা‌লে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সি‌লের চেয়ারম‌্যান মো. সোলায়মান মিয়া এবং মহাস‌চিব মো. শ‌ফিকুল ইসলাম স্বা‌ক্ষ‌রিত প‌্যা‌ডে এ ক‌মি‌টির অনু‌মোদন করা হয়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *