নারায়ণগঞ্জ বন্দরে শালিশ বৈঠকেই হাতুড়িপেটা, হোসেয়ারী শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

বন্দরে বিচার শালিস বৈঠক চলাকালিন সময়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেয়ারী শ্রমিক আলমগীর হোসেন {৫০} কে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আলমগীর হোসেন বন্দর শাহীমসজিদ এলাকায় মৃত সোহবান মিয়ার ছেলে ও মালেক সিকদার বাড়ির ভাড়াটিয়া। গত শুক্রবার {৩ সেপ্টেম্বর } বিকাল ৫টায় বন্দর থানার সালেহনগরস্হ জনৈক রহিম মিয়ার বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, বন্দর শাহী মসজিদ এলাকার হোসেয়ারী শ্রমিক আলমগীর হোসেন এর ছেলে মুন্নার সাথে একই থানার স্বল্পের চক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের সাথে টাকা ও মোটরসাইকেল নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছিল।এ নিয়ে গত শুক্রবার {৩অক্টোবর} সন্ধ্যায় ৭টায় উল্লেখিত এলাকায় বিচার সালিশ বসে।

সালিশের মধ্যে মুন্নার পিতা আলমগীর হোসেনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে আলমগীর হোসেনের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার {৪অক্টোবর} সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *