নারায়নগন্জ বন্দর উপজেলার নবনিযুক্ত ইউএনও শিবানী সরকারের যোগদান

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) দায়িত্ব নিয়ে শিবানী সরকার যোগদান করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে বন্দর উপজেলায় এসে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।

প্রসঙ্গ উল্লেখ্য যে, এর আগে তিনি ঢাকা বিভাগী কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন। তাকে জনপ্রশাসন মন্ত্রনালয় হতে (২৬ নভেম্বর)০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-৪৫০ এবং গত ১ ডিসেম্বর (০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-৪৬৪) নম্বর প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদায়ন করা হয়।

এর পরবর্তীতে গত ৪ ডিসেম্বর তাকে উপজেলার কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত করা হয়। সে আদেশের বলে তিনি রোববার( ৭ ডিসেম্বর) প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এরপর বন্দর এসে যোগদান করেন।দুপুরে তিনি নিজ কর্মস্থল বন্দর উপজেলায় এসে দায়িত্ব বুঝে নেন।
এ সময় তাকে বন্দর উপজেলা সহকারী কমিশনরা (ভূমি) রহিমা আক্তার ইতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন।

প্রসঙ্গে,সাবেক উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} মো. মোস্তাফিজুর রহমান বদলী হয়ে চলে গেলে কয়েক দিন তিনি ভারপ্রাপ্ত হিসাবে উপজেলা সহকারী কমিশনরা (ভূমি) রহিমা আক্তার ইতি দায়িত্ব পালন করেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} শিবানী সরকার দায়িত্ব গ্রহণের পর উপজেলার সকল কার্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন। সবশেষে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} সকলের কাছে সহযোগিতা কামনা করেন যাতে তিনি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *