নেত্রকোণা কেন্দুয়ায় জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি মহিলা সহ আহত ২

মোশারফ হোসেন জসিম পাঠান :

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বৈখর হাটি ভূইয়া পাড়া গ্রামে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারিতে মহিলা সহ আহত ২ সূত্রে জানা যায় ভূইয়া পাড়া গ্রামের মৃত: আব্বাছ আলীর ছেলে মো: মজিবুর এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের তারই ভাই মো: মজনু মিয়া গংদের সহিত এর জের ধরে গত ২৯/০১/২০২৫ ইংতারিখ রোজ শুক্রবার প্রায় ১২ টারদিকে পূর্বের বিষয়াদি নিয়ে কথার কাটাকাটি নিয়ে এক পর্যায়ে মজনু সহ তার লোকজন দেশি অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আক্রমণ করে। এ সময় মোছা: কবিতা আক্তার ও মজিবুর গুরুতআহতহয়।

আহত ব্যক্তিদের চিৎকারে আশেপাশের লোকজন দূত এগিয়ে এসে হামলা কারিদের কবল হতে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে এই গঠনার পরিপেক্ষিতে মজিবুরের ছেলে বাদি হয়ে কেন্দুয়া থানায় অফিসার ইনচার্জ বরাবর প্রতিপক্ষ মজনু মিয়া সহ ৪ জন কে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপেক্ষিতে থানার এস. আই ঘটনার স্থান পরিদর্শন করেন এবং অভিযোগের উল্লেখিত বিষয়টি সত্যতা পায়, পরে অভিযোগটি থানায় প্রাপ্ত হয় এবং দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখিত বিষয়টি মিমাংসার জন্য পাড়া ও গ্রামবাসি পূনরায় গ্রাম্য শালিসের ব্যবস্থা গ্রহণ করিলে আসামি পক্ষ শালিস এড়িয়ে যান।

এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকাভ সাংবাদিক গণ তথ্য সংগ্রহ করতে গেলে বাদি ও তার পরিবার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের সাফকাওলা জমি জোর পূর্বক বেয়াইনি ভাবে দখল করতে চায়। এই নিয়ে কয়েক বার মারামারি হয় এবং আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। এ বেপারে জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাশনের সু—দৃষ্টিকামনা করছে অভিযোগের বাদি পরিবারবর্গ… চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *