নেত্রকোনায় পানি উন্নয়ন বোর্ডের সেতু নির্মাণ কাজে গাফিলতি

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ইসবপুর পালের ঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রীতম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক মোঃ সাইফুল ইসলাম এ কাজ করছেন। তবে নির্মাণশৈলী, সময় ব্যবস্থাপনা ও মান নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সেতুটির সংলগ্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করায় ব্রীজের ভিত্তি দুর্বল হয়ে গেছে এবং এটি ফিটনেস হারিয়েছে। তাঁদের দাবি, ঠিকাদারের নির্দেশেই এই ড্রেজিং করা হয়েছে, যা প্রকল্পের কাঠামোগত নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।

এলাকাবাসীর অভিযোগ— নির্ধারিত সময়সীমা কয়েক দফা বাড়ানো হলেও কাজ এখনো অসম্পূর্ণ, ব্যবহৃত পাথর, বালু ও নির্মাণ উপকরণের মান অত্যন্ত নিম্নমানের, ঢালাই, ফিনিশিংসহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে শৈথিল্য ও অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট ও নিয়মিত তদারকির অভাব প্রকল্পটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

স্থানীয়দের মতে, পুরো প্রকল্পে গাফিলতি ও অবহেলা এতটাই দৃশ্যমান যে, এই সেতু ভবিষ্যতে স্থায়িত্ব হারাবে—এমন শঙ্কা এখন থেকেই দেখা দিয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, নেত্রকোনার প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন,
“ব্রীজের নিজ এলাকা থেকে যারা মাটি উত্তোলন করেছে, তাদের সেই জায়গা ভরাট করে দিতে হবে। আমরা নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি। কোথাও যদি ক্রুটি থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান,
“কাজ এখনো চলমান রয়েছে। আমরা নিয়মিত পরিদর্শন করছি। সঠিকভাবে কাজ সম্পন্নের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি বরাদ্দে নির্মিত সেতুটি সঠিকভাবে, মানসম্মতভাবে সম্পন্ন হলে এলাকার যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বর্তমান পরিস্থিতিতে সেতুর স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে তাঁদের উদ্বেগ প্রতিদিনই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *