নেত্রকোনা রাস্তা কাজের ব্যাঘাত সৃষ্টি জনগণ ভোগান্তিতে শিকার

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার সদর উপজেলার ১২ নং মদন পুর ইউনিয়নের মনাং রাস্তার কাজে ব্যাঘাত সৃষ্টি জনগণ ভোগান্তিতে শিকার। সূত্রে জানা যায় মনাং গ্রামের মোঃ মিরাজ উদ্দিন ফকির এর ছেলে বিদেশ প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম এর স্ত্রী মোছাঃ হাফছা আক্তার বাড়ির সামন দিয়ে সাইদুল এর বাড়ি হইতে আইয়ুব আলী বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণ ছিল। উল্লেখিত রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে ভেঙে পড়ে এবং মোছাঃ হাফছা আক্তার তার নেতৃত্বে রাস্তা কেটে খেতে পরিণত করে ফসল নির্মাণের জন্য ব্যবস্থা করে ফেলে। গ্রামবাসী বিষয়টি প্রতিবাদ করিলে উক্ত মহিলা নারী নির্যাতন মামলায় ভাসিয়ে দিবে বলে হুমকি দেয়।

এই ভয়ে কেউ বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে নাই। ইতিমধ্যে গত ২৪/২৫ অর্থ বরাদ্দের সরকার কাবিখা / টি আর মাটি কাটা কাজ শুরু হলে ওই রাস্তাটি পূর্ণ সংস্কার জন্য বরাদ্দ প্রদান করেন। ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব মোঃ রাজিব হোসেন উক্ত রাস্তার কাজে সভাপতি বর্তমান ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ইউপি মহিলা মেম্বার মোছাঃ সাজেনা আক্তার সহ গ্রামবাসীর লোকজনের পরামর্শক্রমে প্রায় ১০০০ ফুট লম্বা কাঁচা রাস্তাটি মাটি ভরাট কাজ শুরু করে। হঠাৎ করে মহিলা মোছাঃ হাফছা আক্তার মোটা অংকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বাধা প্রদান করে।

এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী গণ ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটি সংস্কার না হওয়ায় পুরো রাস্তাটি মহিলার দখলে নিয়ে যায়। এর পর হইতে প্রতিদিন ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়া সহ প্রায় ৩০০ মানুষ চলা চল এর ব্যাঘাত সৃষ্টি হয়। দুষ্কৃতিকারী মহিলা মোটা অংকে টাকা হাতে নেওয়ার জন্য পায়তারা সৃষ্টি করিয়াছে। তাছাড়া উল্লেখিত মহিলা স্বামী বাড়িতে না থাকায় এই দুর্বলতার সুযোগে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এই মহিলা কারণে এলাকার যুব সমাজটা কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় প্রশাসন এর দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী ও গ্রামের সাধারণ জনগণ। যারা তারা হলেন, মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাজিব হোসেন, ইউপি সদস্য, মোঃ রফিকুল ইসলাম, ইউপি মহিলা মেম্বার মোছাঃ সাজেনা আক্তার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, মদন পুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ দিননাজ মিয়া, ইউপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ টিটু মিয়া, ইউপি অটুরিক্সা সভাপতি মোঃ শাফায়েত মিয়া, মোঃ জাহিদ রেজা টিটু তাং, মোঃ তাজ্জত মিয়া, মোঃ হবি মিয়া, মোঃ আজিজুল মিয়া, মোঃ কাসেম মিয়া, মোঃ রায়হান মিয়া, মোঃ সোরাপ মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ জব্বর মিয়া, মোঃ সাইদুল মিয়া, মোঃ হবুল মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ খোকন মিয়া সহ আরো অনেকেই প্রমুখ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *