কামরুল ইসলাম:
চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার এবং ছিনতাইকৃত মিনি কাভারভ্যানসহ ১,৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
গত ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে পটিয়া থানাধীন জঙ্গলখাইন ইউনিয়নের নয়াহাট এলাকায় SMILE FOOD PRODUCTS LTD-এর সয়াবিন তেলবাহী একটি মিনি কাভারভ্যান ছিনতাই হয়। অভিযোগে জানা যায়, অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন এবং গাড়িসহ তেল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস (২৯) বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূলহোতা সুজন দত্তকে গ্রেফতার করা হয়।
এসময় ছিনতাইকৃত মিনি কাভারভ্যান এবং ১,৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে পুলিশ।
মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।