পল্লী সঞ্চয় ব্যাংক আওয়ামীলীগের আতুঘর

স্টাফ রিপোর্টার;

পল্লী সঞ্চয় ব্যাংক আওয়ামী সরকারের আমলে একটি বাড়ী একটি খামার প্রকল্প থেকে তৈরি। ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তী সময়ে অর্থাৎ বর্তমানে এই ব্যাংকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার এনামুল হক (সভাপতি) সিবিএ, মোঃরোবেল (সাধারন সম্পাদক)সিবিএ,মোঃ ইমন ফয়সাল(সহ সভাপতি)সিবিএ,বেলায়েত হোসেন ( সিঃ যুগ্ম সাঃ সম্পাদক) সিবিএ,সামছুল আরেফিন(সিঃ সহসভাপতি) হযরত আলী (যুগ্ম সাঃ সম্পাদক) সহ অসংখ্য আওয়ামীলীগের আশ্রয়স্থল। সাবেক সরকারের আমলে প্রকল্প থেকে শুরু করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে প্রকল্প ও ব্যাংক আওয়ামীলীগের দোষর বদলী বানিজ্য,নিয়োগ বানিজ্য,গৃহ ঋণ এবং সাধারণ সহকর্মীদের হয়রানি করে বিশাল সম্পদের পাহাড় ঘরে তুলেছেন। ৫ই আগষ্ট বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের এর চুক্তি ভিত্তিক আওয়ামী দোষর নিয়োগ বাতিল হলে ও তার দোষরা বহাল তবিয়তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় ও সোসাল মিডিয়ায় তাদের অপকর্ম প্রকাশিত হলে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এই বিষয়ে ৫ই আগষ্ট এর পরে সারাদেশে সকল সহকর্মী তাদের বিতাড়িত করলে পুনরায় তারা আবার দানবের রুপে ফিরে এসেছে এই বিষয়ে বৈষম্য বিরুদ্ধী ছাত্র- ছাত্রী অবগত হয়ে গত কাল শ্রম ভবনে গিয়ে অভিযোগ করলে শ্রম ভবন পল্লী সঞ্চয় ব্যাংকের(সিবিএ)বাতিল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *