বান্দরবান প্রতিনিধি:
সদর উপজেলা হল রুমে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৫ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, সম্মানিত অধ্যক্ষ, বান্দরবান সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান জেলা পরিষদ; সাইফুল ইসলাম রিমন, সদস্য, পার্বত্য জেলা পরিষদ। এছাড়া বিভিন্ন সংগঠন থেকে উপস্থিত ছিলেন মো. মূসা, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং মো. তারক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ ইকবাল, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, “এই সংবর্ধনা শুধু সম্মাননা নয়, বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথি মো. নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা দেশ ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, এ ধরনের সম্মাননা তাঁদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।