প্রভাস চক্রবর্ত্তী:
নিয়মিত খাদ্যভাস হাটাচলার মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকা যায়,আবারও প্রমান করলেন, পূর্ব গোমদন্ডী দত্ত পাড়া সম্ভ্রান্ত ব্রাক্ষণ পরিবারের গৃহীনি পাখি চক্রবর্ত্তী। তিনি ছিলেন নিরামিষ ভোজি। কিন্তু ভোরে উঠে হাঁটাচলা ও ফুল সংগ্রহ করা তাঁর কাজ।
গত ২৬ জানুয়ারি পৃথিবীর মায়াছেড়ে ভোর রাত্রে পরলোক গমন করেন। মৃত্যু কালে এক পুত্র, তিন কন্যা, পুত্রবধু নাতি নাতনী সহ বহুগুনগ্রাহী রেখে যান।
আগামী ৫ ফেব্রুয়ারী অন্তোষ্ঠিক্রিয়া নিজ বাড়ীতে সম্পন্ন হবে।