প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মো.শফিকুল ইসলাম;

গত ২৪শে নভেম্বর রবিবার ২০২৪ইং দৈনিক পূর্বকোণ পত্রিকায় “বনের জমি দখল করতে গিয়ে গ্রেফতার ২” শিরোনামে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে সকল অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ।

প্রতিবাদকারী মো.শফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, একটি দুষ্ট কুচুক্তি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পারিবারিক, সামাজিক ও নেতৃত্বের অবস্থানকে নিচু করার অপচেষ্টা হিসেবে মনগড়া, মিথ্যা তথ্য বানিয়ে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, আমি যাহাতে চট্টগ্রাম এলাকায় আত্মমর্যাদা ও স্ব-সম্মানে সুনামের সাথে প্রতিনিধিত্ব করতে না পারি সেই লক্ষ্যে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সংবাদের একটি অংশে বলা হয়েছে,বন বিভাগের জমি দখল করে নির্মাণ কাজ করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মালেক বাদী হয়ে বন আইনে একটি মামলা আমার বিরুদ্ধে দায়ের করেছেন। বন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা গোপন সংবাদে জানতে পারি উত্তর পাহাড়তলী মৌজার রক্ষিত বনভূমি দখলে করে ১০/১৫ জন ব্যক্তি ঘর নির্মাণ করার উদ্যোগ নেয়। তারা মাটি কেটে পিলার স্থাপনের কাজ সম্পন্ন করে। বেশ কয়েকটি চারাগাছও কেটে ফেলে। ঘটনাস্থলে টিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী মজুদ করে। বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় আমরা দুজনকে আটক করি। তাদের কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।

সাংবাদিক মো. শফিকুল ইসলাম বিবৃতিতে আরো বলেন, সংবাদে আমার বিরুদ্ধে বন আইনে চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেছে, কোতোয়ালি থানা হেফাজতে আমাকে রাখা হয়েছে ,বন বিভাগের জমি দখল করে মাটি কেটে পিলার স্থাপন করে ঘর নির্মাণ করা ও চারাগাছ কেটে ফেলার অভিযোগ তুলেছে যা সম্পূর্ণ মিথ্যা। আমার সাথে কোন দখলবাজ বা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তাছাড়া এই সংবাদে আমার কোন বক্তব্য বা মতামত উল্লেখ না করে একপক্ষিক অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাই প্রকৃত তথ্য যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি এবং উক্ত ভিত্তিহীন সংবাদে আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ এবং আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী,
মো.শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার,দৈনিক আলোকিত চট্টগ্রাম। মোবাইল নাম্বার:
০১৮১৯৯৯৮৫৯৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *