স্টাফ রিপোর্টার :-
দেশীয় সংস্কৃতিকে ধারণ করে ঐক্যের বন্ধনে সমাজ ও জনসেবামূলক কাজে লক্ষ্যে ১৪২৫বাং, ২০১৮ইং ‘সাঁকো’ সংগঠনের যাত্রা শুরু। প্রতি ঈদুল ফিতরে দুস্থ মানুষের জন্য ‘ঈদি’ বিতরণ করে আসছে, একই সাথে সমাজ ও স্বাস্থ্য সেবা মূলক এবং পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।
এই যান্ত্রিক নগরে মুঠোফোনে বন্দি যুবসমাজকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রথমবারের মতো ক্ষুদ্র পরিসরে সাঁকো আয়োজন করেছে ‘সাকোঁ ক্রিকেট ফেস্ট ২০২৪’ ৬টি দলের অংশগ্রহণে ১০ ওভারের খেলা। গত ৫ই ডিসেম্বর সাঁকো’র কার্যালয়ে টুর্নামেন্ট লোগো ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা আয়োজন হয় । উক্ত আয়োজনে ছয়টি দলের নয়জন করে খেলোয়াড় ম্যানেজার ও টিম স্পন্সররা উপস্থিত ছিলেন আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, প্রফেসর সানাউল হক কামাল, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের সকল সদস্য ও উপদেষ্টাগন এবং
ল্যান্ড মার্ট প্রপার্টিজের কর্নধার ও সংগীত শিল্পী আরমিন সুমন।
এই যান্ত্রিক নগরে মুঠোফোনে বন্দি যুবসমাজকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রথমবারের মতো ক্ষুদ্র পরিসরে সাঁকো আয়োজন করেছে ‘সাকোঁ ক্রিকেট ফেস্ট ২০২৪’ ৬টি দলের অংশগ্রহণে ১০ ওভারের খেলা। গত ৫ই ডিসেম্বর সাঁকো’র কার্যালয়ে টুর্নামেন্ট লোগো ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা আয়োজন হয় । উক্ত আয়োজনে ছয়টি দলের নয়জন করে খেলোয়াড় ম্যানেজার ও টিম স্পন্সররা উপস্থিত ছিলেন আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, প্রফেসর সানাউল হক কামাল, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের সকল সদস্য ও উপদেষ্টাগন এবং
ল্যান্ড মার্ট প্রপার্টিজের কর্নধার ও সংগীত শিল্পী আরমিন সুমন।

গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় 16 ডিসেম্বর, চ্যাম্পিয়ন দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন সাঁকো’র সভাপতি সানাউল হক কামাল এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মোল্লা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনির উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠাতা সদস্য, সাগর চৌধুরী সহ-সভাপতি, বিল্লাল হোসেন সহ-সভাপতি, মিজানুর রহমান ঝিন্টু সহ-সাধারন সম্পাদক, ইকবাল হোসেন বাবু প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফখরুল ইসলাম অর্থ পরিকল্পনা সম্পাদক, টুর্নামেন্ট আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাঁকো’র ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সুমন এবং সাংস্কৃতি, ত্রাণ ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক নওশের আলী সোহেল, সদস্য মেহেদী ও সাকিব।
খেলাধুলায় যেমন প্রতিদ্বন্দ্বী থাকে ঠিক তেমনি খেলাধুলায় পরিচিতি বাড়ে গড়ে নতুন বন্ধুত্ব আর ভ্রাতৃত্ব, সহায়ক হয় মানসিক বিকাশের, সচেতনতা ও মানবিক মূল্যবোধে ভ্রাতৃত্ব বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়ন মূলক ও পরিবেশ বান্ধব কাজ করা সাঁকো’র লক্ষ্য।- সভাপতি সানাউল হক কামাল।
টুর্নামেন্ট পার্টনার হিসেবে LAND MARK PROPERTIES, BONDHU BUILDERS, এবং HAZI COMMUNITY CENTRE
