প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে স্কিল ট্রেনিং

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় দেশের ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসিতে এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান তিনি।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় কম্পিউটার, গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন বিষয়ে দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। আসিফ নজরুল জানান, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি প্রশিক্ষণ কর্মসূচি।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া বিদেশে কর্মসংস্থান সম্ভব নয়। তাই এটি গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ একটি প্রাথমিক ধাপ হিসেবে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা এই কোর্সে ভাল ফলাফল করবেন, তাদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা আন্তর্জাতিক শ্রমবাজারে সফলভাবে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *