বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুশফিকুর রহমান (১৬) নামের এক কিশোর । সোমবার (২৮ অক্টোবর) সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুশফিকুর ওই গ্রামের শামীম হোসেনের ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত কারণও হতে পারে।