বগুড়া খেলোয়ার কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়ে কানসাট ক্লাবের জয়

মোঃ মাহমুদুল হাসান;

৫ জানুয়ারি ২০২৫ইং রোজ রবিবার বিকাল ৩:৩০ মিনিটের সময়,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ক্লাব কতৃক আয়োজিত,কানসাট ক্লাব কাপ আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্ট -২৪/২৫ এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বগুড়া খেলোয়ার কল‍্যান সমিতি ও কানসাট ক্লাব মুখোমুখি হয়। কানসাট ক্লাব বগুড়া খেলোয়ার কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করেন।

খেলাটি নির্ধারিত ৯০ মিনিটের হয়। প্রথমার্ধে উভয় দল কোন গোল দিতে পারে নাই। হাফ টাইমের পর খেলা ১০ মিনিট বাকি থাকতে কানসাট ক্লাব ১টি গোল দিতে সক্ষম হয়।

খেলাটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়।শেষ পর্যন্ত বগুড়া খেলোয়ার কল্যাণ সমিতিকে কানসাট ক্লাব ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করেন। হাজার হাজার দর্শক খুব আনন্দের শহীদ খেলাটি উপভোগ করেন।

আজকের খেলায় উপস্থিত ছিলেন,কানসাট ক্লাবের সভাপতি,সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জনপ্রিয় যুব নেতা মোঃ শহিদুল হক হায়দারী(শহীদ),মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী(মাহমুদ),দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজম আলী,শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম,কানসাট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার জাহান আবেদী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *