কামরুল ইসলাম:
পার্বত্য বান্দরবান জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশের “বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫”-এর ক্যাম্পিং ও প্যারেড। পদোন্নতি পরীক্ষার গুরুত্বপূর্ণ এই অংশে অংশ নেন জেলার বিভিন্ন থানায় কর্মরত শতাধিক পুলিশ সদস্য।
অনুষ্ঠানে পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। তিনি মাঠে উপস্থিত থেকে পরীক্ষার পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় ক্যাম্পিং, প্যারেড, ড্রিল, ফিল্ড ক্র্যাফটসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষা শেষে পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন,
“পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের অন্যতম ভিত্তি হলো দক্ষতা ও যোগ্যতা। পদোন্নতির এই প্রক্রিয়া সদস্যদের পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করবে।”
তিনি আরও জানান, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য সদস্যরা পরবর্তী ধাপে দায়িত্ব পালনের সুযোগ পাবে, যা পুলিশের সামগ্রিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষা শেষে মাঠে অনবদ্য পারফরম্যান্সের জন্য ৩টি দলকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার স্বয়ং। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ড সদস্য, প্রশিক্ষক এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে মাঠপর্যায়ের সদস্যদের দক্ষতা যাচাই ও পরবর্তী ধাপে পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হয়। বান্দরবান জেলা পুলিশের এই আয়োজনকেও সে ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।