বাসাইল সখিপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: সালাউদ্দিন আলমগীর রাসেল

লাবলু মিয়া:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার বাসাইল ও সখিপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালাউদ্দিন আলমগীর রাসেল। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নির্বাচিত হলে এই অঞ্চলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলবেন।

স্থানীয় এক জনসভায় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “টাঙ্গাইল জেলার বাসাইল ও সখিপুর সব সময়ই ছিল অনুন্নত। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন ঘটাব।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজি আমাদের সমাজের জন্য অভিশাপ। মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, নির্বাচিত হলে এই এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”

সালাউদ্দিন আলমগীর রাসেল দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। তারা এমন একজন প্রতিনিধি চায় যিনি তাদের কথা শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন এবং এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবেন।”
তার নির্বাচনী ইশতেহারে শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, রাস্তাঘাট উন্নয়ন এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিনের অবহেলা ও অনুন্নয়নের কারণে মানুষ ক্ষুব্ধ। তারা এবার এমন একজন প্রতিনিধি চান যিনি সত্যিকার অর্থে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন।

নির্বাচনী প্রচারণা শুরু করার পাশাপাশি সালাউদ্দিন আলমগীর রাসেল বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনসংযোগ কার্যক্রম জোরদার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *