আলমাস হোসাইন :
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ফরিদুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে, রবিবার (১২ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ফরিদুল ইসলাম পাবনা জেলার চাটমোহর থানার হিয়ালদহ গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে তিনি জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে ছাত্র ও শ্রমিকদের এক অংশ বিক্ষোভে অংশ নেয়। ওই সময় সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে রাজু (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন।
ওই ঘটনার পর রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ও সংগঠনের কর্মীদের আসামি করা হয়।
ওসি মো. আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।