বোয়ালখালীতে অবশেষে সব জলপনা কল্পনার পর অপহৃত শিশু আবিরকে – ৪ লক্ষ টাকা বিনিময়ে মুক্তি

প্রভাস চক্রবর্ত্তী: 

বোয়ালখালীতে অপহৃত শিশু নূর আবির (৮) ৪ লক্ষ টাকা বিনিময়ে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে সুস্থ অবস্থায় আবিরকে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা নুরুল আজিম।

মাদ্রাসা শিক্ষার্থী আবির উপজেলার চরণদ্বীপে তার বাড়ী।

২ ভাই ও ২ বোনের মধ্যে আবির সকলের ছোট।

নুরুল আজিম সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে আবিরকে সিএনজিচালিত ট্যাক্সিতে করে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজ নিয়েও আবিরের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করি। এর একপর্যায়ে ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে তা পরিশোধ করার পর বুধবার দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় আবিরকে ছেড়ে দেয়।

সেখান থেকে আমরা গিয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *