বোয়ালখালীতে ঈদের জামা – কাপড় কিনে নানির সাথে নানার বাড়িতে যাওয়া পথে সিএনজিচালিত টেক্সি ও টেম্পোর সংঘর্ষে – এক শিশুর মৃত্যু

প্রভাস চক্রবর্ত্তী:

 

বোয়ালখালীতে ঈদের জামা কাপড় কিনে নানির সাথে নানার বাড়িতে যাওয়া পথে সি,এন,জিচালিতটেক্সি ও টেম্পোর সংঘর্ষে মো. ইমরান নামের এক দুই বৎসরের শিশু মৃত্যু হয়েছে। আর পড়া হলোনা তার নুতন জামা কাপড়।

নিহত ইমরান উপজেলার কধুরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আকবরের পুরাতন বাড়ির মো.মান্নানের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের জোটপুকুর এলাকায় এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী মো: নেজাম উদ্দিন জানান, দ্রুত গতির টেক্সিটি (চট্টগ্রাম-থ ১৩-৩৯৬৬) কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় আরেকটি গাড়িকে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে টেম্পোতে থাকা শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগে । তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:রাবেয়া বলেন, আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

শিশুটির নানা মো. ইয়াকুব জানান, উন্নত চিকিৎসার জন্য নাতিকে চমেক হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে।তিনি জানান উপজেলা সদরে ঈদের কাপড় কিনে নানীর সাথে টেক্সিতে করে নানার বাড়িতে ফিরছিল।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, টেক্সিটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই টেম্পোটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *