বোয়ালখালীতে ভুমি অফিসের ছাদ থেকে নিচে পড়ে ১ শ্রমিকের মৃত্যু

প্রভাস চক্রবর্ত্তী :

 

বোয়ালখালী উপজেলা ভুমি অফিসের ২য় তলার বারান্দার টিনের শেড বানানোর সময় ছাদ খেকে নিচে পড়ে আবুল কলাম (৫০) নামে এক ব্যক্তি মৃত্যু ঘটে।

নিহত ব্যক্তি পশ্চিম গোমদন্ডী, হাজিরপুল, (তাজ উদ্দিন এর বাড়ি)মৃত চাঁন বক্সের ছেলে বলে জানাগেছে। সে একজন নির্মান শ্রমিক।

প্রত্যেক্ষ দর্শিরা জানান,অশর্তকতার কারনে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঘোষণা করেন।

ঘটনাস্থল বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শন করেন। আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ভারপ্রাপ্তকর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *