বোয়ালখালী পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব ও বাগীশিকের ফ্রি রক্ত গ্রুপ নির্ণয়

প্রভাস চক্রবর্ত্তী:

 

ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব উপলক্ষে বোয়ালখালী উপজেলা গীতাশিক্ষা ( বাগীশিক) কমিটির পক্ষ থেকে এ প্রথমবারের মত ফ্রি রক্তগ্রুপ নির্ণয়ের কর্মসুচি পারন করা হবে।

এ বিষয়ে মন্দির পরিচালনা পরষদ সভাপতি শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল দে, যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু ঘোষ বলেন, তাঁদের এ উদ্যােগ খুবই সুন্দর। আমরা তাঁদের ধন্যবাদ জানায়।

উৎসব কমিটির সভাপতি তাপস চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক সুমন কর, সুহৃদ ক্লাবের সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার, ও সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী জানান আমাদের এ উৎসবে দূরদুরান্ত থেকে শতশত মানুষের সমাগম ঘটে। এ উৎসব সবার। উৎসবে সবার উপস্থিতিতে সার্ব্বিক সহযোগিতার মাধ্যমে সফল করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই সমবেতগীতা পাঠ,দুপুরে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫টা ৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিশেষ প্রার্থনা; ও স্হানীয় শিল্পীদের নিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান , রাত সোয়া ৯টায় শুভ অধিবাস। ২১ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা ১ মিনিটে ঊষাকীর্ত্তন, ৭টা ১ মিনিটে বিশেষ পূজা অর্চনা আরম্ভ, ৮টা ১ মিনিটে ৯টা ১ মিনিটে বাল্যভোগ নিবেদন, ৯টা ৩১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, দুপুর ১২টা ১ মিনিটে রাজভোগ নিবেদন, দুপুর১টা ৩১ মিনিটে রাজভোগ মহাপ্রসাদ বিতরণ। ভোর থেকে বিভিন্ন জেলা থেকে আগত কীর্ত্তনীয়াদলিরা হরিনাম শুনাবেন।

এ দিকে মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা বি,এন,পির আহ্বায়ক আলহাজ্ব ইছাক চৌধুরী,জানান আমাদের এ উপজেলা অত্যান্ত ভ্রাতৃত্ববন্ধ আবদ্ধ। একে অপরের সুখে দু:খে আমরা পাশে থাকি।
এখানে কোন ভেদাভেদ নেই। উৎসব সফল হোক এ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, মো: ইসমাইল হোসেন, মোহাম্মদ ইসকান্দর, মো: ইব্রাহিম, ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *