বোয়ালখালী ৬নং পোপাদিয়া সৈয়দপুর মো: জমাল উদ্দিন ফকির মাইজভান্ডারীর ৭ম বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

প্রভাস চক্রবর্ত্তী :

 

বোয়ালখালী ৬নং পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর সংলগ্ন মোহাম্মদ জালাল উদ্দিন ফকির মাইজভান্ডারীর ৭ বার্ষিকী ফাতেহা শরীফ শত শত ভক্ত সমাবেশর মাধ্যমে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপস্থিত ভক্ততের সামনে হাম নাদ মাইজভান্ডারির জিকিরসহ সারারাত তবরক বিতরণ করা হয়।

সেখানে উপস্হিতি এক ভক্ত মোহাম্মদ হারুন ও দরপপাগার নিবাসী মোহাম্মদ আলমগীর জানায় এখানে শুধু পুরুষ ভক্তরা সমাগম ঘটেছে তা— নয় শতশত মহিলা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাব্দ সব জাকের মানুষের সমাগম ঘটেছে।

সেই দরবারের প্রধান শেখ মোহাম্মদ মোর্শেদ আলম মানিক, সবার মানিক ভাই দৈনিক স্বাধীন সংবাদকে বলেন এখানে সবাই একজাতী এক প্রান। প্রত্যেক ধর্মের মানুষের জন্য আমরা আলাদা —আলাদা ভাবে ব্যবস্হা করেছি।

সব মিলিয়ে এ দরকারে শৃঙ্খলা সবাইকে মুগ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *