ভদ্রনম্র বিনয়ী ব্যবহারের মধ্যে মানুষ চির অমর হয়ে থাকে জ্বলন্ত উদাহরণ- রাউজানে পরিমল চৌধুরী

প্রভাস চক্রবর্ত্তী:

 

বোয়ালখালীর সমভ্রান্ত ব্রাক্ষণ পরিবারের এক অমায়িক জামাই ছিলো পরিমল চৌধুরী। যে দিন তিনি শ্বশুর বাড়ি বেড়াতে আসতো সেই দিন সবার সাথে দেখা করেই সবার খোঁজ খবর নিয়ে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রনাম করেই শ্বশুর বাড়িতে ঢুককো। আজ তিনি আমাদের মাঝে নেই।

কিন্তু তাঁর ব্যবহার আমাদের এখনো অন্তরে গেঁথে আছে। তিনি টবাকো কোম্পানির বড় দায়িত্বরত কর্মকর্তা ছিলেন। অবসর জীবনে তিনি কবিতা, উপন্যাস, ধর্মীয় গ্রন্হ পাঠ, এসব নিয়ে ব্যস্তসময় পাড় করতেন।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় নগরির একটি বেসরকারী হাসপাতালে ৭৫ বয়সে বার্ধক্য জনিত কারনে
পরলোক গমন করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই পুত্রবধু, নাতি- নাতনীসহ বহুগুনগ্রাহী রেখেজান।

তাঁরমৃত্যতে বিভিন্ন সংগঠন, মঠ মন্দির পরিচালনা পরষদের পক্ষে শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *