ভুয়া সংবাদের বিরুদ্ধে ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কাজী মো. অলিউল্লাহ ভূইয়ার প্রতিবাদলিপি

সম্প্রতি কুমিল্লার কয়েকটি আঞ্চলিক পত্রিকায় ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনাল ও এর চেয়ারম্যান কাজী মো. অলিউল্লাহ ভূইয়াকে জড়িয়ে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে তার বিরুদ্ধে হজ যাত্রীদের অর্থ আত্মসাৎ, ভুয়া টিকিট সরবরাহ ও অবৈধ বিবাহ পড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়। এ প্রসঙ্গে কাজী অলিউল্লাহ ভূইয়া একটি লিখিত প্রতিবাদলিপি দিয়েছেন।

“সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট”
প্রতিবাদলিপিতে কাজী অলিউল্লাহ ভূইয়া বলেন—
“আমি কাজী মো. অলিউল্লাহ ভূইয়া, পিতা: মৃত মো. এবায়দুল হক ভূইয়া, মাতা: সাজেদা বেগম। আমি ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। সম্প্রতি আমার প্রতিষ্ঠান ও আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ প্রকাশের আগে আমার সাথে কেউ ন্যূনতম যোগাযোগ করেনি কিংবা বক্তব্য নেওয়ার চেষ্টা করেনি।”

ভুয়া টিকিট কেলেঙ্কারির প্রেক্ষাপট, তিনি জানান, ২০২৩ সালের মার্চ মাসে আল আরাফাহ হজ কাফেলার স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের মধ্যস্থতায় এসবি ট্রাভেলস (স্বত্বাধিকারী মাও. বাকি বিল্লাহ মেসকাত চৌধুরী) থেকে প্রায় ৫৪ লাখ টাকায় ৩২টি এয়ার টিকিট ও ওমরাহ প্যাকেজ ক্রয় করা হয়। এর মধ্যে ১৬টি প্যাকেজ মোয়াল্লেম ইব্রাহীম সিরাজীর, আর ১৬টি ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনালের।

কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানা যায়, টিকিটগুলো ভুয়া।
“এমন ঘটনায় আমি চরম বিব্রত হই। হাজীদের মর্যাদা রক্ষায় তিন দিন নিজ খরচে হোটেল ও খাবারের ব্যবস্থা করি, যাতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়। পরবর্তীতে অতিরিক্ত অর্থ দিয়ে নতুন টিকিট কিনে ৩২ জন যাত্রীকে ওমরাহ পাঠানোর ব্যবস্থা করি। এতে আমাদের অর্ধকোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে।” — বলেন কাজী অলিউল্লাহ ভূইয়া।

মামলা দায়ের ও বিচারাধীন প্রক্রিয়া, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা (নং ৩২, তারিখ: ২৪ এপ্রিল ২০২৪ ইং) দায়ের করেন তিনি। মামলায় বিবাদী করা হয়—এসবি ট্রাভেলস মালিক বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী, তার স্ত্রী সায়লা রহমান, তার মামা মাও. সোলাইমান আমিনী এবং মধ্যস্থতাকারী মাজহারুল ইসলামকে। মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

মোয়াল্লেম ইব্রাহীম সিরাজীর ভূমিকা, কাজী অলিউল্লাহর অভিযোগ, মামলার আসামিদের বাঁচাতে মোয়াল্লেম ইব্রাহীম সিরাজী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তিনি আরও বলেন—
“আমাকে কোথাও বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি বা সম্পাদক হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা মিথ্যা। এমনকি বাল্যবিবাহ পড়ানোর মতো ভিত্তিহীন অভিযোগও তোলা হয়েছে। আমি রাষ্ট্রীয় আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নই।”

“হজ্ব নিয়ে প্রতারণার বিরুদ্ধে আমরা সোচ্চার”, প্রতিবাদলিপির শেষে তিনি উল্লেখ করেন—
“হজ্ব একটি পবিত্র ইবাদত এবং ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি। এই পবিত্র ইবাদতকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনাল সবসময় ভুয়া এজেন্সি ও প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার। আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *