মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে চোরাই মোবাইলফোন চক্রের সদস্যদের গ্রেপ্তার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কোতোয়ালী থানাধীন নন্দনকানন হরিশ দত্ত লেইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২), এবং আবদুল্লাহ আল মামুন (২৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৪২টি চোরাই মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং নগদ টাকা।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পাল্টে এবং ছোটখাটো মেরামত করে সেগুলো নতুন করে প্যাকেট করে বিক্রি করত। এসব মোবাইল ফোন বিভিন্ন জেলা ও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হতো। চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে সংগ্রহ করা এসব মোবাইল ফোনের একটি অংশ পাশের দেশগুলো, যেমন মিয়ানমার, ভারত ও নেপালে চলে যেত।”

তিনি আরও জানান, “যে বাসা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, সেটি মোবাইলের আইএমইআই নম্বর পাল্টানোর এবং মেরামত কাজের জন্য ভাড়া নেওয়া হয়েছিল।”

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে বিভিন্ন এলাকার লোকজনের যোগাযোগ ছিল এবং তারা লাভজনক জায়গায় এসব চোরাই মোবাইল ফোন বিক্রি করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *