মান্দায় শতাধিক পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পণ্ডিতপাড়ায় এ কার্যক্রম পরিচালিত হয়। সৌদি প্রবাসী আব্দুল মতিনের সার্বিক সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মোঃ সাফিউল ইসলাম রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিবর রহমান

প্রধান অতিথি ছিলেন চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা। বিশেষ অতিথি ছিলেন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম লিয়াকত আলী, চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন, চককামদেব কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আফজাল হোসেন, মোশারফ হোসেন ও একরামুল হক।

এসময় আব্দুল লতিফ মৃধা বলেন, “রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগে অংশ নেন, তাহলে কেউ অনাহারে থাকবে না।”

তিনি আরও বলেন, “শিক্ষা যেমন সমাজকে আলোকিত করে, তেমনি মানবসেবাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

বক্তব্যের শেষে তিনি ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ইফতার সামগ্রী নিতে আসা রবিজান বেগম, ৪৫, প্রতিবন্ধী বলেন, “আমরা গরিব মানুষ, ঠিকমতো রোজার ইফতার জোগাড় করাও কষ্টসাধ্য। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন আমাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছে, এতে আমরা খুব উপকৃত হয়েছি। আল্লাহ তাঁদের ভালো করুন।”

তিনি আরও বলেন, “এমন সহায়তা পেলে রোজা রাখাটা সহজ হয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং চাই, সমাজের আরও মানুষ আমাদের মতো অসহায়দের পাশে দাঁড়াবিতরণ

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মৃধা বলেন, “আমাদের মূল লক্ষ্য সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। রমজান সংযম ও সহমর্মিতার মাস। এই সময়ে দুস্থ মানুষদের সহযোগিতা করতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, “ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ। সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এ ধরনের কাজে এগিয়ে আসেন।”

তিনি ফাউন্ডেশনের এই উদ্যোগে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবসেবামূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

, ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাঁরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

খেজুর, ছোলা, চাউল, তেল, আলু, পিয়াজ, স্যালাইন, সেমাই, চিনি, বুন্দিয়া ও মুড়ি—এসব উপকরণ ইফতার বিতরণের জন্য সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *