এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঘটে যাওয়া এক ভয়াবহ গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আবদুল আজিজ (২৫) কে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মিরসরাই থানার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫ খ্রিঃ রবি সিম বিক্রেতা এক মহিলা সেলসম্যান কাজ শেষে তার বাসায় ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকার কাছে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী মহিলা জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩)।
জোরারগঞ্জ থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে তদন্ত চালিয়ে আসছিল এবং অবশেষে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১:১৫ মিনিটে ইছাখালী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আবদুল আজিজ জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি মোঃ আবু তাহের ও রেহেনা খাতুনের ছেলে এবং বর্তমান ঠিকানা— চরশরত, ছালেক মেম্বারের বাড়ি, বাংলা বাজার ওয়ার্ড নং ০৯, জোরারগঞ্জ থানা, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম।
জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন দল পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভয়াবহ এই ঘটনার দ্রুত সমাধান এবং পলাতক আসামির গ্রেপ্তার জনগণের আস্থা ফিরিয়ে দিয়েছে।”
পুলিশ জানায়, গণধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।