মিস ইউনিভার্সে চমক দেখাচ্ছেন বাংলাদেশের মিথিলা

স্বাধীন বিনোদন ডেস্ক: 

থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের নিয়ে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এই আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আয়োজক সংস্থা প্রতিযোগীদের জন্য নানা ধরনের কার্যক্রমের আয়োজন করেছে এবং একই সঙ্গে চলছে ভক্ত ও দর্শকদের ভোট গ্রহণ। বাংলাদেশি ভক্তদের মধ্যে ইতিমধ্যেই মিথিলার প্রতি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত তিনি প্রায় ২ লাখ ৮১ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলে মিথিলা এই তালিকায় এগিয়ে গেছেন। তালিকার প্রথম স্থানে আছেন ইন্দোনেশিয়ার সুন্দরী আহতিসা মানালো। মিথিলা শীর্ষে পৌঁছাতে আরও মাত্র ২৯ হাজার ভোটের প্রয়োজন।

মিথিলা তার দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন যাতে সবাই তার জন্য ভোট দেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন ১০টি করে ভোট দেয়, তাহলে মাত্র ৭ দিনে কয়েক কোটি ভোট করা সম্ভব। মাত্র ১০-১২ মিনিটের বিন্যাসে এই ভোট দেওয়া যায়। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধু ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?”

ভোট চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের অনুরাগীরা আশাবাদী, মিথিলা আজকালের মধ্যেই আরও ভোট পেয়ে শীর্ষে উঠবেন।

মিথিলা কেবল ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতেই এগোছেন না, বরং অন্যান্য ক্যাটাগরিতেও সাফল্য দেখাচ্ছেন। ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ বিভাগে তিনি প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ এবং ‘বেস্ট ইভিনিং গাউন’ ক্যাটাগরিতে দ্বিতীয়, আর ‘বেস্ট স্কিন’ বিভাগে তৃতীয় অবস্থানে রয়েছেন। এই ফলাফল প্রমাণ করছে, তিনি কেবল সৌন্দর্য নয়, বরং ব্যক্তিত্ব ও পারফরম্যান্সে প্রতিযোগীদের মধ্যে এগিয়ে আছেন।

ফুকেটের ইভেন্ট শেষ করে বর্তমানে মিথিলা পাতায়ায় অবস্থান করছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতায় অংশ নিতে। মিথিলা ইতিমধ্যেই নানা শখ ও পরিকল্পনা নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মিথিলার এই সাফল্য কেবল বাংলাদেশি দর্শকদের মধ্যে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতাও বাড়াচ্ছে। ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানাচ্ছেন এবং দেশবাসীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন।

মিথিলার ম্যানেজার জানিয়েছেন, প্রতিযোগিতার প্রতিটি ধাপের জন্য তিনি কঠোর প্রস্তুতি নিয়েছেন। ‘মিস ইউনিভার্স’-এ অংশ নেওয়ার আগে মিথিলা বিভিন্ন প্রশিক্ষণ, চলাফেরা, ভাষা ও পারফরম্যান্সের দিকগুলোতে প্রস্তুতি নেন। এর ফলে প্রতিযোগিতায় তিনি দৃঢ় ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে উপস্থিত হচ্ছেন।

বাংলাদেশের ভক্তরা এখন তার জন্য ভোট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করছেন। প্রতিযোগিতার শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থকরা মিথিলার পাশে থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ধরনের সাফল্য বাংলাদেশি সুন্দরীদের আন্তর্জাতিক মঞ্চে দৃঢ়ভাবে পরিচিত করে তুলছে।

মিথিলার প্রতি দেশের আস্থা এবং ভক্তদের সমর্থন তাকে শীর্ষে পৌঁছানোর পথে আরও শক্তিশালী করবে। ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের এই কৃতিত্ব একটি গৌরবময় মুহূর্ত হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *