মেধাবী শিক্ষার্থীদের হাতে ফলের চারা – দুর্বার উন্নয়ন সংস্থার অনন্য উদ্যোগ

‎বাগেরহাট প্রতিনিধি:

‎বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সদরে অবস্থিত সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩ই অক্টোবর সোমবার বিকেল চারটায় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎এ সময় দুর্বার উন্নয়ন সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বলেন,
‎“আজকের এই গাছই একদিন হবে তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রতীক। প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তাহলেই পরিবেশ হবে সবুজ আর জীবন হবে সমৃদ্ধ।”

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খান বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। দুর্বার উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য।”

‎শিক্ষক হাফিজুর রহমান বলেন, “গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের অংশ। আজকের এই চারা যেন প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যতের মতোই শক্তভাবে বেড়ে ওঠে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ সঞ্জয় কুমার মণ্ডল, কুবের বিশ্বাস, বিধান ব্রক্ষ, সারমিন আক্তার, মধুসূদন মজুমদার ও স্থানীয় সাংবাদিক পংকজ মণ্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎সাংবাদিক পংকজ মণ্ডল বলেন, “দুর্বার উন্নয়ন সংস্থা সব সময় সমাজের পাশে দাঁড়িয়েছে। আজকের এই উদ্যোগ আমাদের চিতলমারীকে আরও সবুজ, আরও সুন্দর করে তুলবে।”

‎অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ আমাদের হাতে যে চারা দেওয়া হলো, সেটি শুধু একটি গাছ নয়, এটি ভবিষ্যতের আশা। আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করছি এই গাছগুলোকে বড় করব।”

‎দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও সমাজ উন্নয়নে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *