স্টাফ রিপোর্টার:
সম্প্রতি ঢাকার কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হলো সাদুল্লাপুর উপজেলা সমিতি, ঢাকা-এর বার্ষিক সাধারণ সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দুর্নীতি দমন কমিশন (দুদকের) মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাবেক মহাপরিচালক, জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সাবেক সচিব আমিনুল ইসলাম, এস. এম. জাকির হোসেন, অতিরিক্ত সচিব (গ্রেড–১), অবসরপ্রাপ্ত আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), অধ্যাপক আশরাফ-উল-আলম, চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাদুল্লাপুর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এটিএম মমতাজুল করিম, মোঃ মারুফ হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, শুল্ক ভবন, ঢাকা, অনুষ্ঠানে বক্তারা সাদুল্লাপুরের উন্নয়নে সবাই এক সাথে কাজ করা প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
এলাকার মেধাবী শিক্ষার্থী যারা ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন করে তাদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকায় অবস্থানরত সাদুল্লাপুরের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
ফুল, আলোকসজ্জা, আর প্রাণবন্ত সাংস্কৃতিক পর্বে অনুষ্টানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক আয়োজন