স্বাধীন বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর পরিচালক অ্যাটলি কুমার এখন পুরো বিশ্বের আলোচনায়। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এই নির্মাতা বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন একটি বড় বাজেটের সিনেমার কাজে। তবে এখানেই শেষ নয়—সম্প্রতি ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গেও ভবিষ্যতে কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই হিট নির্মাতা। আর তাতেই উত্তেজনার পারদ চড়েছে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে।
সম্প্রতি ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে উপস্থিত ছিলেন অ্যাটলি কুমার। উল্লেখ্য, এই লিগে ‘বেঙ্গালুরু জওয়ানস’ দলের সহ-মালিক তিনি নিজেই। সেখানেই একান্ত সাক্ষাৎকারে তিনি ‘ইন্ডিয়া টুডে ডিজিটাল’-কে জানান, বেঙ্গালুরু শহরের সঙ্গে তার বিশেষ একটি আবেগ জড়িয়ে আছে। এখানে শুধু তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দিরই নেই, আছে তার অসংখ্য চলচ্চিত্র জগতের বন্ধু।
এক পর্যায়ে যশ প্রসঙ্গে প্রশ্ন উঠলে অ্যাটলি বলেন,
“এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।”
তিনি আরও যোগ করেন,
“দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।”
এই একটি ইঙ্গিতই যথেষ্ট ছিল ভক্তদের মধ্যে আগুন ধরিয়ে দিতে। মুহূর্তের মধ্যেই সাক্ষাৎকারের সেই অংশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। ভক্তরা এখন আশা করছেন—খুব শিগগিরই হয়তো অ্যাটলি ও যশকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। অনেকেই ইতিমধ্যে কল্পনাও শুরু করে দিয়েছেন, অ্যাকশন ও ইমোশন মিশিয়ে যদি এই দুই তারকা একত্রে কিছু করেন, তবে সেটা হবে ব্লকবাস্টার ধাঁচের একটি প্রজেক্ট।
প্রসঙ্গত, অ্যাটলি কুমার এবং যশের বন্ধুত্ব নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালে শিল্পপতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ বিয়েতে দুজনকে একসঙ্গে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল। সেই ভিডিও এবং ছবিগুলোও সে সময় ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। অনেকেই তখন থেকেই ধারণা করছিলেন—এ জুটি হয়তো ভবিষ্যতে কোনো বড় সিনেমা নিয়ে আসতে পারে। আর এবার অ্যাটলির সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা যেন আরও জোরদার হলো।
অন্যদিকে, যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘কেজিএফ’ সিরিজের পর এই ছবিটি নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া যশকে দেখা যাবে পরিচালক নীতেশ তিওয়ারির মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ১’-এ, যেখানে তিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন।
অন্যদিকে, অ্যাটলি কুমার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ করে নতুন এক রেকর্ড গড়েছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দেশ-বিদেশে একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এবং তাকে আন্তর্জাতিক নির্মাতা হিসেবে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখন তিনি আল্লু অর্জুনকে নিয়ে আরেকটি উচ্চ বাজেটের সিনেমা নির্মাণ করছেন, যা নিয়েও ইন্ডাস্ট্রিতে ব্যাপক আগ্রহ রয়েছে।
বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, যদি সত্যিই অ্যাটলি কুমার ও যশ একসঙ্গে কাজ করেন, তাহলে এটি হতে পারে আগামী কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া সিনেমাগুলোর একটি।
এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার। আর ভক্তদের চোখ আটকে আছে সেই খবরের দিকেই।