স্বাধীন সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
সারজিস আলম জানান, এনসিপি ইতোমধ্যে মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের কাজ, জনপ্রিয়তা ও রাজনৈতিক যোগ্যতা যাচাই–বাছাই করেছে। “আমরা জনগণের জন্য কাজ করতে চাই। যারা যোগ্য, গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন চরিত্রের—তাদেরকেই প্রার্থী করা হবে,” বলেন তিনি।
তিনি বলেন, “বিএনপি–জামায়াতের সঙ্গে এলায়েন্সের সম্ভাবনা এখনো বাতিল হয়ে যায়নি। আলোচনা চলছে। যারা সংস্কারের পক্ষে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি ধরে রাখতে পারবে—তাদের সঙ্গে জোট করার পথ খোলা রয়েছে।”
তিনি আরও জানান, আগেভাগে জোট ঘোষণার পরিকল্পনা থাকলেও, এর ব্যাপ্তি ও কাঠামো বড় হওয়া প্রয়োজন বলে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। “খুব শিগগিরই বড় পরিসরের একটি জোট ঘোষণার সম্ভাবনা দেখা যাবে,” বলেন তিনি।
সদ্য ঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির সাবেক তিন নেতা অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে সারজিস বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি ভালো ইমেজের ও গ্রহণযোগ্য লোকজনকে নিতে। যারা আওয়ামী লীগের কোন ইউনিটে চলমান দায়িত্বে ছিলেন—তাদের কাউকে আমরা দেশের কোথাও আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে রাখিনি।”
তিনি জানান, অনেকেই আগে বিএনপি, জাগপা বা জাতীয় পার্টিতে যুক্ত থাকলেও ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় তারা কোন পদে ছিলেন না। “তারা পুরোনো রাজনৈতিক নীতি–আদর্শে হতাশ হয়ে দূরে ছিলেন। এখন তারা দেখছেন এনসিপি দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট ও টেন্ডারবাজির বিরুদ্ধে লড়ছে। তাই নিজেরাই আগ্রহ দেখিয়েছেন,” বলেন তিনি।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম বলেন, “গত তিন মাসে পঞ্চগড়ের দুইশো মসজিদ–মন্দিরের উন্নয়নে প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ আমরা এনেছি—যা বিগত বিশ বছরে বড় বড় এমপি–মন্ত্রীও আনতে পারেননি।”
এ সময় এনসিপির জেলা–উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয় যুব শক্তির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।