মোঃ আনজার শাহ:
রাগের মাথায় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কী ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে—তা প্রমাণ করল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার একটি মর্মান্তিক ঘটনা।
কুমারখালির চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা শাহিনের সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে রাগে উন্মত্ত হয়ে শাহিন ছেলের দিকে একটি কাঁচি ছুঁড়ে মারেন। ছুঁড়ে মারা সেই কাঁচি মুহূর্তেই ছেলের মাথায় গিয়ে গেঁথে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়।
বর্তমানে সে পিজি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মাথায় গেঁথে থাকা কাঁচিটি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে কাঁচি সরাতে দেড় লাখ টাকার প্রয়োজন এবং এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।
ঘটনার পর থেকে বাবা শাহিন ভেঙে পড়েছেন। একমাত্র সন্তানের এমন অবস্থায় তিনি দিশেহারা—হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে ছুটতে কার্যত পাগলপ্রায়।
স্থানীয়রা জানিয়েছেন, এটি নিছক দুর্ঘটনা হলেও রাগের অসতর্ক বহিঃপ্রকাশ কতটা ভয়াবহ হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
পল্লী গ্রুপের মিডিয়া চিফ জনাব সিকদার টিটু বলেন,
“রাগকে নিয়ন্ত্রণের মাঝেই লুকিয়ে থাকে পারিবারিক ও সামাজিক কল্যাণ—এই হৃদয়বিদারক ঘটনায় আমাদের সকলের জন্য রয়েছে কঠিন বার্তা।”