রাজবাড়ীতে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য, ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে সেবাগ্রহিতাকে প্রকাশ্যে মারধর

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে এক সেবাগ্রহিতা প্রকাশ্যে দালাল চক্রের হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে—বিআরটিএ কার্যালয়ের দালাল ও বহিরাগত সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামান ও তার সহযোগীরা তাকে অফিস চত্বরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের সামনে। মারধরের শিকার ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মোঃ সুমন শেখ।

সুমন শেখ অভিযোগ করে বলেন, “এক বছর আগে কাগজের জন্য বিআরটিএর দালাল আকরাম হোসেনের কাছে সাড়ে আট হাজার টাকা দিয়েছিলাম। সোমবার কাগজ নিতে অফিসে গেলে সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামান আমার কাছে ব্যাংক স্লিপ চায়। আমি বলি, স্লিপ তো এক বছর আগে আপনার কাছেই জমা দিয়েছি, এখন কোথায় পাবো? এ কথা বলতেই সে আমাকে থাপ্পর মারে। পরে আকরাম হোসেন ও তার সঙ্গে থাকা ৪-৫ জন এলোপাতাড়ি মারধর শুরু করে।”

তিনি আরও বলেন, “টাকা দিয়ে কাজ না করায় টাকা ফেরত চাইতেই আমাকে অফিসের মধ্যে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে রাজবাড়ী বিআরটিএর সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, “আক্রামুজ্জামান বিআরটিএর কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহিতাকে মারধরের বিষয়টি এডিএম স্যার আমাকে অবগত করেছেন। আমি বর্তমানে বাইরে আছি, পরে বিস্তারিত জানাবো।”

স্থানীয় সেবাগ্রহিতা ও সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে রাজবাড়ী বিআরটিএ অফিসে দালালদের অবাধ দৌরাত্ম্য চলছে। দালাল চক্র অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ছায়ায় থেকে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। ঘুষ না দিলে বা টাকা ফেরত চাইলে সেবাগ্রহিতাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *