রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: যুবক গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তানভীর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর উপজেলার ভোলাবো ইউনিয়নের পূর্বেরগাঁও এলাকার মো. নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতের ঘটনা। ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকা থেকে পুলিশ টহলরত অবস্থায় জানতে পারে যে, চারিতাল্লুক (তারু) মার্কেট সংলগ্ন আসকারি মিয়ার বাড়িতে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তানভীরকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী ২/৩ জন পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গ্রেফতারকৃত তানভীর ও তার সহযোগীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদকদ্রব্য ও অনুসন্ধানের নামে ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে। যদিও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি, তথাকথিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে তারা চাঁদা দাবি করেছিল।

এই ঘটনায় তানভীরসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দুপুরে তানভীরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। গ্রেফতারকৃত তানভীরের পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা এই ধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা করছেন, প্রশাসনের সক্রিয় পদক্ষেপের মাধ্যমে এমন প্রতারণা ও চাঁদাবাজি বন্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *