লোহাগাড়ার ইয়াবা সম্রাট বাইট্টা কাশেম সেনা ও পুলিশের হাতে আটক

কামরুল ইসলাম : 

বহু বছর যাবৎ দাপটের সাথে লোহাগাড়ায় ইয়াবা বানিজ্য করে আসছিল বাইট্টা কাশেম প্রকাশ ইয়াবা কাশেম, এই কাশিম্যা ইয়াবা নিয়ে কয়েকবার গ্রেফতার হলেও অতি সহজে বের হয়ে আসেন সচেতন মহল বলেন এইটা কেমনে হয়ে তা তাদের বোধগম্য নয়।

এইবারের বিষয়ে জানাযাই এইবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে লোহাগাড়ায় বাইট্টা কাশেম ইয়াবা নিয়ে গ্রেফতার হয়। ৫ নভেম্বর আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেম দরবেশ হাট রোড এলাকার একটি সুপারশপে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদর জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলীর ছেলে।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আ রাঈম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পববর্তী তার দেয়া তথ্যের ভিত্তিতে ৫৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। ’

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়। এর পর তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *