কামরুল ইসলাম:
লোহাগাড়া উপজেলার ইউএনও ইনামুল হাছান নিদ্রা বিহীন রাত কাটিয়ে অবৈধ বালু ও মাটি কাঁটার বিষয়ে কাউকে ছাড় দিচ্ছেন না। এই বিষয়ে স্থানীয়রা জানান লোহাগাড়া উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলাচলরত তিনটি মাটি বহনকারী গাড়ি আটক করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে চুনতির বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি পরিবহন করা তিনটি গাড়ি আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান পরিচালনা করেন এবং জানান, “অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটে নেওয়ার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে অভিযানকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ অভিযোগ করছেন, মাঝে মাঝে বৈধ যানবাহনও হয়রানির শিকার হয়।