শিবচরে শীতের সঙ্গে বেড়েছে গরম পোশাকের দাম

 

মোঃছোবাহান মিয়া শিবচর( মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন হাট বাজার ও ফুটপাতে শীতের জামা কাপড় নিয়ে ব্যস্তহয়ে নগরির বিক্রেতারাশীত বাড়ার পাশাপাশি বাড়তে শুরু করেছে শীতের পোষাকের দামও।

রবিবার (১ডিসেম্বর) বিকালে শিবচর উপজেলায় দেখা যায় শীত নিবারনের জন্য বিভিন্ন মার্কেটের পাশাপাশি হাট-বাজারসহ স্হায়ী,অস্থায়ী দোকান গুলোতে শীতের পাশাপাশি বাড়ছে পোষাকের দামও। উপজেলার পৌর বাজারের প্রধান সড়কের পাশে,৭১ সড়ক,লালন মঞ্চের সামনে ফুটপাতে বসে শীতের পোষাক বেচাকেনায় ব্যস্ত দেখা যায়,অল্প পুঁজির বিভিন্ন দোকানীদের।

ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর মার্কেটের সামনে বসা এক দোকানী সোহাগ বলেন আমি বাচ্চাদের বিভিন্ন আইটেমের পোশাক বিক্রি করছি,বেচাকেনা মোটামুটি,শীত কম,বেচাকেনাও কম,তবে দামটা এবার বিগত ১০ বছরের তুলনায় অনেকটা বেশি।

উপজেলার লালন মঞ্চের সামনে এক ভদ্রমহিলা তার বাচ্চার জন্য শীতের পোষাক কিনতে আসে,তিনি বলেন,এখনো তেমন শীত পড়েনি অগ্রহায়ণ মাসের মাঝ মাঝি চলছে,তাই বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনছি,দাম কম পাবো বলে,এসে দেখছি দাম অনেকটা বেশি।

অপরদিকে উপজেলার পাঁচ্চর বাজারের সোনার বাংলা প্লাজাসহ নামীদামী মার্কেটের সাথে তাল মিলিয়ে পাঁচ্চর রেললাইনের ব্রিজের নিচে জমে উঠেছে বেচাকেনার ধুম।এখানেও সকাল ৯ টা থেকে রাত ১০ পর্যন্ত স্হায়ী,অস্থায়ী দোকানের পাশাপাশি ভ্যান গাড়ীতে করেও শীতের পোষাক বিক্রি করছে বলে দোকানীরা জানায়।

রেললাইনের পাশে কামরুজ্জামান মুন্সী নামে এক দোকান মালিক বলেন,গতবারের তুলনায় এবার বেচাবিক্রি মোটামুটি, শীত তেমন পড়েনি, তবে আশা করি সামনে শীত আরো বেশি পড়লে বিক্রি আরো বাড়বে।বড়দের শীতের পোষাকের চেয়ে বাচ্চাদের আইটেমটা এখন বেশি বিক্রি হচ্ছে।গতবারের তুলনায় দামটা বেশি,তবে সেল কিছুটা বাড়ছে,লাভের অংশ কম করছি,বেচাকেনা বেশি হলে আশা করি সামনে আরো লাভবান হব ইনশাল্লাহ।

পাঁচ্চর বাজারের একক্রেতা তুষার মিয়া বলেন,বিভিন্ন জিনিসের দামের সাথে সাথে এবার শীতের পোষাকের দামও বাড়ছে।

এসময় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানে শীতের পোষাক সামগ্রী সাজিয়ে গুছিয়ে রেখেছে দোকানীরা।চোখে পড়ার মত যেমন,ভারী পোশাক,কম্বল,জ্যাকেট,সুয়াটার,মাফলার,কানটুপি,মানকিটুপি,ক্যাপ,টাউজার,মুজা,চাদরসহ নারী-পুরুষ ও বাচ্চদের হরেক রকমের মালামাল রয়েছে এমনটাই দেখা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *