শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: 

গতকাল গনহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, তান্ডব, চাদাবাজির প্রতিবাদে কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা শরীফ টিপু, সঞ্চালনা করেন কলাবাগান ত্থানার সদস্য সচিব সজিব খান।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন তুহিন বলেন প্রতিতো স্বৈরাচার সন্ত্রাস ও নৈরাজ্য করে রেহাই পাবে না বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ সমাবেশে সাদ মোর্শেদ পাপ্পা শিকদার বলেন বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করবে না ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। বিক্ষোভ সমাবেশে কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *