শেরপুরের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

মনসিংহের ধোবাউড়া  সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।   ঘটনা সূত্রে জানাযায় তিনি সল্পমূল্যে ঔষধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন। নিহত রেজাউল শেরপুর সদর হাসপাতাল রোডের ঔষধ ব্যবসায়ী ছিলেন।

তিনি ১২ নং কামারিয়া ইউনিয়নের, পূর্ব আলীনাপাড়ার আব্দুস ছাত্তার এর ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়,২৪/১০/২৪- বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির আওয়াজ শোনা যায়। এর আগে রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে তাদের ধারণা। নিহতের লাশ নাকুগাও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *