স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৮২সালে আস্থাপিত প্রতিষ্ঠান। সুনামের শহীদ এই বিদ্যালয় পড়াশোনার অগ্রগতি চলতেছে। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা প্রায় নয়শত জনের উপরে রয়েছেন। বিদ্যালয়ের ২য় গেইটে সিস্টেম প্লাজা টেলার্স এর পাশেই ভুয়া বানোয়াট খতিয়ান বানিয়ে সন্ত্রাসী দাখলবাজ ওমর ফারুক বাহিনী দোকান নির্মাণ করিতেছেন বলেই অভিযোগ উঠেছে।
তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী ওমর ফারুক বাহিনীর বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়,উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ সুপার, ভূমি অফিসসহ বিভিন্ন অফিসে লিখিত আকারে অভিযোগপত্র দায়ের করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি।
সূত্র বর্ণিত দায়ের কর্তৃক অভিযোগ আমলে নিয়ে উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চলিতেছেন।আরও এই ওমর ফারুক সন্ত্রাসী বাহিনী আইন অমান্যকারী
দখলবাজ সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দোকান নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। সন্ত্রাসী ওমর ফারুক বাহিনীর খুটির জোর কোথায়? সচেতন মহলের দাবি । অবিলম্বে সন্ত্রাসী ওমর ফারুক বাহিনী কে আইনের আওতায় নিয়ে এসে বহু আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখল মুক্ত করা হোক।