স্টাফ রিপোর্টার:
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রাজশাহীর পুটিয়া উপজেলার সাংবাদিক রবিউল ইসলাম এর উপর হামলাকারী মামুন বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মোঃ আলমগীর গনি।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার হাসান আলী, মোঃ আবুল বাশার মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য শাখাওয়াত হোসেন, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম এম কামাল, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সরকারি সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, সাপ্তাহিক পল্লী সমাচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইসলাম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সমাচার পত্রিকার ক্রাইম রিপোর্টার সাইফুল ইসলাম সবুজ, সাংবাদিক এইচ এম হাকিম, সাংবাদিক সবুজ, রেজাউল করিম, এস এম হাকিম এবং ফটোসাংবাদিক বাহাউদ্দিন পায়েল।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা মামুন বাহিনীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।