আবদুল আজিজ:
সাতকানিয়ার এওঁচিয়া, ছনখোলা, চূড়ামনি এলাকায় অবস্থিত H.A.B ও M.B.F ব্রিক ফিল্ডের টিলার মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সকাল ১১:৩০টার দিকে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
মাটি কাটার এই অবৈধ কার্যক্রমের জন্য ব্রিক ফিল্ডের ম্যানেজার রাবেত ইকবাল (৩৮) এবং মানিক দেবনাথ (৩৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা মোবাইল কোর্টে থেকে নগদ আদায় করা হয়।
অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।
মোবাইল কোর্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অবৈধ মাটি কাটার কার্যক্রমে কঠোর পদক্ষেপ নেওয়ার সতর্কতা দিয়েছেন।