সিপিএল ফুটবলে নারায়ণগঞ্জ ০৫/০৭ চ্যাম্পিয়ন

চট্টগ্রামের ০৫-০৭ (জিরো ফাইভ জিরো সেভেন) ব্যাচের বন্ধুদের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম প্রিমিয়ার লিগের সিজন-২ এর ফুটবল টুর্নামেন্ট। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম ফরচুন স্পোর্টস এরিনার টার্ফে অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশের জিরো ফাইভ জিরো সেভেন বন্ধুদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম প্রিমিয়ার লিগ।

খেলায় ১২টি দল অংশগ্রহণ করলেও ফাইনালে গোমতি গ্ল্যাডিয়েটর্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন নারায়ণগঞ্জের ০৫০৭ বন্ধুদের সমন্বয়ে গঠিত দল মেঘনা মেভারিক্স।

দলের খেলোয়াড়রা ছিলেন ফয়েজ বাবু (অধিনায়ক), সামির শাকির, শিমুল সরকার, মাহবুবুর রহমান সালমান, শরিফুল ইসলাম রিয়াদ, মাসুদ পারভেজ, গাজী তুহিন ও এস এম সাদেক।

টিম উপদেষ্টা হিরন, টিম অনার ফয়সাল রাজ, টিম ম্যানেজার ইব্রাহিম মজুমদার, টিম এম্বাসেডর হ্যাপি আক্তার ও টিম কোচ তোফাজ্জল হোসেনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ০৫/০৭ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *