মো: ফেরদৌস হোসেন:
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোনোমার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৫ দিনব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ।
সময়মতো টিকা নিলে আমাদের শিশুরা এই রোগ থেকে রক্ষা পাবে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিশু-কিশোরদের নির্দ্বিধায় টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।”
উদ্বোধনী দিনে শতাধিক শিক্ষার্থীকে টাইফয়েডের টিকা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পেইনটি সফল করতে ব্যাপক প্রচার ও তদারকির আশ্বাস দেওয়া হয়েছে।