মোঃ ফেরদৌস হোসেন :
অর্ডিনারি গ্রুপে বিপুল ভোটে বিজয়ী হাজী মো. আব্দুস সাত্তার
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫–২৬ দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ ডিসেম্বর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অর্ডিনারি গ্রুপের পরিচালক পদে বিপুল ভোটে বিজয়ী হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।
ভোট শুরুর পর থেকেই ভোটারদের মাঝে তাঁর প্রতি ব্যাপক সমর্থন দেখা যায়। নির্বাচনী প্রচারণার সময় তিনি নিজে বিভিন্ন ভোটারের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং ব্যবসায়ীদের উৎসাহিত করেন—যা তাঁর প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করে।
হাজী মো. আব্দুস সাত্তার পূর্বেও চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের সুখ–দুঃখে পাশে থাকা এবং সততা-নিষ্ঠার প্রতি তাঁর অঙ্গীকার ভোটারদের সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনেকে মনে করেন।
বিজয়লাভের পরদিন সকালেই তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চেয়ারম্যান বাচ্চুও তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। দীর্ঘসময়ের পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। ব্যবসায়ী মহলের প্রত্যাশা—এই নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যোগ্য নেতৃত্ব গঠনে নতুন দিগন্ত খুলে দেবে।