সোনাইমুড়ীতে স্বামী হারুনকে বাঁচাতে স্ত্রীর আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

নূর মোহাম্মদ সবুজ :

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়ায়। আপনার আমার সামান্য সহযোগীতায় স্বাভাবিক জীবনে বেঁচে ফিরতে পারে মোঃ হারুন। ফুসফুস, হৃদরোগে আক্রান্ত সোনাইমুড়ী গ্রামের মৃত আবদুর রবের ছেলে মোঃ হারুন। খেটা খাওয়া দিনমজুর হারুন স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে ইসমাইল হোসেন ও মেয়ে মরিয়মকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে আসছিল। এরই মধ্যে তার শরীরে মারাÍকভাবে বাসা বাঁধে ফুসফুস ও কিডনী রোগ।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিদ্রুত হারুনের চিকিৎসা শুরু না করলে সে মৃত্যুঝুকিতে পড়তে পারে। হারুনের চিকিৎসার জন্য তাকে ডাক্তারের তত্বাবধানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন।

স্ত্রী স্বপ্না বেগম বলেন, সময় যত যাচ্ছে, আমার স্বামীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত টাকা ম্যানেজ করে চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা শুরু করতে পারছি না। উপজেলা নির্বাহী অফিসার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার স্বামীর চিকিৎসা করা সম্ভব হবে।

যত একদিন যাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে সে ধাপিত হচ্ছে। অসুস্থ্য মোঃ হারুন মানবজমিনকে জানান, আমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছি। বাঁচানোর মালিক আল্লাহ, আপনাদের সাহায্যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান।

সোনাইমুড়ীর মোঃ হারুনের বিকাশ নাম্বার.. ০১৮৭৭৬১১৭৮৩, ০১৮৫৪৭৯৫২১১ নাম্বারে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন। ২টি নাম্বারেই বিকাশ একাউন্ট খোলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *