স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীকে হত্যার দায়ে মনির হাসান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জা এই রায় দেন।

মনির বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে। তাকে পেনাল কোড ১৮৬০-এর সেকশন ৩০২ এ আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বাদী পক্ষের আইনজীবী বিজন বোস জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে মনির হাসান ও হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এ ছাড়া বিয়ের পর থেকে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমের বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।

সেই ধারাবাহিকতায় পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান তার গলা চেপে ধরে গোয়ালঘরের মধ্যে থাকা চাড়ির পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহত হাসি বেগমের ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *